×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

জাতিবিদ্বেষের শিকার ধৃতির চিকিৎসায় ৬ লক্ষ ডলার অর্থ সাহায্য

by Test
Tuesday, 7 May 2019 13:45 GMT

তীব্র জাতিবিদ্বেষের শিকার হল ভারতীয় বংশোদ্ভূত ১৩ বছরের এক মার্কিন কিশোরী। পিছন থেকে এসে ইচ্ছাকৃত ভাবে ওই মুসলিম কিশোরীকে ধাক্কা মারে এক মোটরবাইক আরোহী। ভয়ঙ্কর চোট লেগেছে কিশোরীটির মাথায়। সে এখন কোমায়। তার নাম ধৃতি নারায়ণ। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ধৃতির বাবা রাজেশ নারায়ণ ও ধৃতির ৯ বছরের ভাই প্রখর। তবে ধৃতির চিকিৎসার জন্য অর্থ সাহায্য করতে যে ভাবে মানুষ এগিয়ে এসেছেন, তা একটি দৃষ্টান্ত। সোমবার পর্যন্ত ধৃতির চিকিৎসার তহবিলে আমজনতা দিয়েছেন ৬ লক্ষ ডলার।

গত ২৩ এপ্রিল ওই ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার সানিভেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সপ্তম শ্রেণির ছাত্রীটি রাস্তা পেরতে গেলে তাঁকে পিছন থেকে এসে ধাক্কা মারে ওই মোটরবাইক আরোহী।

পুলিশ জানাচ্ছে, ধৃতির পরিবারকে মুসলিম ভেবে অনেক দিন ধরেই তাঁদের টার্গেট করেছিল ইসাইয়া পিপলস নামে ওই মোটরবাইক আরোহী।

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->